
- নূরাণী বিভাগ
- নাজেরা বিভাগ
- হিফজ বিভাগ
- কিতাব বিভাগ
শিক্ষা বিভাগ
১. নূরানী (প্রাইমারী) বিভাগ : উক্ত বিভাগে সর্ব মোট পাঁচ বছরে পঞ্চম শ্রেণি পর্যন্ত
বিশেষ ট্রেনিংপ্রাপ্ত ও দক্ষ মুয়াল্লিম দ্বারা শিশু শিক্ষার্থীদের নাজেরা কোরআনুল কারীম, মাসনুন দু’আ এবং প্রাথমিক পর্যায়ের উর্দূ ফার্সিসহ প্রয়োজনীয় বাংলা, অংক, ইংরেজি, ইতিহাস ও ভূ-গোল শিক্ষা দেয়া হয়।
২. হিফজ বিভাগ : এ বিভাগে সু-দক্ষ হাফেজ সাহেবদের দ্বারা কুরআনুল কারীম হিফজ করানো হয়।
৩. মারহালা ইবতিদায়্যাহ: (আরবি বিভাগের 2য় স্থর, নিম্ন মাধ্যমিক সমমান) এ মারহালা প্রাথমিক পর্যায়ে ইলমুস সরফ ( আরবি ব্যকরণের ক্রিয়া সংশ্লিষ্ট অধ্যয় ) আরবি সাহিত্য, বাংল সাহিত্য ও সাধারণ জ্ঞান শিক্ষা দেয়া হয়।
৪. মারহালা মুতাওয়াসসিতা: আরবি বিভাগের 3য় স্থর। (মাধ্যমিক সমমান ) উক্ত মারহালায় মোট চার বছরে এ মানের উচ্চতর আরবি ব্যাকরণসহ ফিকাহ ও ফিকাহের মূলনীতি, আরবি সাহিত্য, কুরআনে কারীমে অনুবাদসহ ইলমে মানতেক (যুক্তি বিদ্যা) শিক্ষা দেয় হয়।
৫. মারহালা সানাবিয়া উলিইয়া: (আরবি বিভাগের চতুর্থ স্তর, উচ্চ মাধ্যমিক সমমান) এ মাহালায় দুই বছরে তাফসির, উসূলে তাফসীর, হাদিস, উসূলে হাদিস, ফিকহ, ইতিহাস ও ইসলামী আকাঈদ শিক্ষা দেয়া হয়।
৬. মারহালা ফযিলত : আরবি বিভাগের পঞ্চম স্তর, স্নাতক সমমান ) এ মারহালায় দুই বছরে তাফসির, উসুলে তাফসীর, হাদিস, উসূলে হাদিস, ফিকহ, ইতিহাস ও ইসলামী আকাঈদ শিক্ষা দেয়া হয়।
৭. মারহালা তাকমীল: (আরবি বিভাগের ষষ্ঠ স্তর, ইসলমী সাধারণ শিক্ষায় সর্বোচ্চ স্তর মাষ্টার সমমান ) এ মারহালায় এক বছরে কুতুবে সিহাহ সিত্তাহ তথা বোখারি, মুসলিম, তিরমিঝি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাসহ অন্যান্য হাদিসের কিতাব যথা মুয়াত্তা মুহাম্মদ, মুয়াত্তা মালেক, শরহু মা’য়ানিল আছার (ত্বহাবী) শামায়েলে তিরমিঝি ইত্যাদি কিতাব পাঠদান করা হয়।